No Internet Connection !

চট্টগ্রাম বিভাগ

প্রশ্নঃ চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয় কত সালে? উঃ ১৮২৯ সালে।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের আয়তন কত? উ: ৩৩,৯০৪ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে কয়টি জেলা এবং জেলাগুলোর নাম কী? উ: ১১টি। চট্টগ্রাম বিভাগের জেলাগুলো:

✅ চট্টগ্রাম

✅ কক্সবাজার

✅ রাঙ্গামাটি

✅ বান্দরবান

✅ খাগড়াছড়ি

✅ ফেনী

✅ নোয়াখালী

✅ লক্ষ্মীপুর

✅ চাঁদপুর

✅ ব্রাহ্মণবাড়িয়া

✅ কুমিল্লা


প্রশ্ন: চট্টগ্রাম বাংলাদেশের কততম বিভাগ? উ: ২য়।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের বৃহত্তম জেলা কোনটি? উ: রাঙামাটি (আয়তন ৬১১৬ বর্গ কিমি)।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের ক্ষুদ্রতম জেলা কোনটি? উ: ফেনী (আয়তন ৯৯০ বর্গ কিমি)।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে উপজেলার সংখ্যা কতটি? উ: ১০৪টি।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের জাতীয় সংসদের আসন সংখ্যা কত? উ: ৫৯টি।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের সিটি কর্পোরেশনের সংখ্যা কত? উ: ২টি; চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কুমিল্লা সিটি কর্পোরেশন।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের ইউনিয়নের সংখ্যা কত? উ: ৯৪৬ টি।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের থানার সংখ্যা কত? উ: ১২০ টি।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের পৌরসভার সংখ্যা কত? উ: ৬১ টি।
প্রশ্ন: চট্টগ্রাম বিভাগের সীমারেখা কী? উ: চট্টগ্রাম বিভাগের ভৌগোলিক সীমারেখা:

✅ উত্তরে: রাজশাহী, বরিশাল, এবং খুলনা বিভাগ

✅ দক্ষিণে: বঙ্গোপসাগর

✅ পূর্বে: ভারতের মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম রাজ্য

✅ পশ্চিমে: খুলনা ও বরিশাল বিভাগ


তথ্যসূত্র: chattogramdiv.gov.bd
top
Back
Home
Gsearch